নষ্ট মন

প্রকাশকালঃ ২০১৫
প্রকাশনা সংস্থাঃ আরিক প্রকাশনা
প্রকাশকঃ মো. মঈনুল ইসলাম

5/5

by নিশাত ইসলাম

প্রত্যেকটি মানুষের ভিতরে সুন্দর একটি মন থাকে। সেই সুন্দর মন সৃষ্টি করে একটি নান্দনিক গল্পের। কখনো সেই গল্প গভীর পরাবারে হাজারো তরঙ্গের মূর্ছনায় তলিয়ে যায়। কখনো পূর্ব গগনে রূপালী সুধাকরের আলোয় চন্দ্রকথা হয়ে ঝরে। কখনো জমাট বাঁধা কান্না বৃষ্টির রিনিঝিনি তালে মুছে পড়ে নীলিমার বুকে। কখনো বা কল্পলোকের পরী হয়ে ডানা মেলে প্রবেশ করে পাতাল পুরের রাজকুমারের কক্ষে।
নষ্ট মন একটি ত্রিভুজ প্রেমের কাহিনী। অধ্যায়, অর্ণব ও রেহমান তিনজনের তিনটি আলাদা সত্তা বিচরণ করে তিন ভুবনে। যে ভালোবেসে হারায়, সে কেবলই হারায়। জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে নিজেকে উজার করে ভাসায় প্রেম সাগরে। আবার যে ভালো না বেসে পায়, সে দুহাত ভরে নেয় অজস্র সুখ। আর যে প্রকৃত ভালোবাসে, সে অপেক্ষা করে অনন্তকাল এক পশলা বৃষ্টি, একটি কদম ফোটা আর একটু শীতল হাওয়ার জন্য। নষ্ট মন মানেই জীবনের শেষ নয়। সেখান থেকেই সুন্দরের শুরু। আর সুন্দরের শুরু মানেই অফুরন্ত সবুজের পথ। যে পথ ধরে মানব-মানবী পৌঁছে যায় তাদের স্বপ্নের নীড়ে, সোনালী ভালোবাসায়।

বইটি ক্রয় করতে এখানে Click করুন।