পালকি

প্রথম প্রকাশঃ ২০১৫
আরিক প্রকাশনা
দ্বিতীয় প্রকাশঃ ২০২০
প্রকাশনা সংস্থাঃ অনন্যা
প্রকাশকঃ মো. মনিরুল হক

5/5

by নিশাত ইসলাম

পালকি একটি রোমান্টিক উপন্যাস। যা ১৯৪০ থেকে ১৯৭১ এর পটভূমিতে রচিত। গোলাপের পাপড়ির মত স্নিগ্ধ কোমল সুন্দরী পালকি, যার বাঁকা ঠোঁটের মায়া আর রূপের ঝলকে উদ্ভাসিত হয় খোকা। আকাশে পূর্ণিমার চাঁদ উঠে আবার হারায় অমাবস্যার তমিস্রায়। তেমন করেই পালকি হারায় ১৯৫২ সালে ভাষা আন্দোলনের ভাষা সৈনিক মোয়েন মোস্তফা খোকাকে।
নিজের ভিতর বেড়ে ওঠা নিজেরই প্রেম কথা যখন প্রজ্জলিত হয় অবনীর বুকে, আশ্রয়হীন হয়ে পড়ে পালকি। একান্ত ভালো লাগাগুলো নিজের সঙ্গী করে পা বাড়ায় লক্ষ্যহীন পথে।৭০ এর প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড় খোকার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পালকিকে হারানোর ব্যথা বিলীন করে দেয় আর এক রূপসী পায়রা। শান্তির পেখম মেলে প্রশান্তির পরশ বুলিয়ে কিছু সুখ নিজে নেয় আর কিছু দুহাত ভরে বিলায় ধরত্রীর বুকে।
৭১ এর মহান মুক্তিযুদ্ধের উত্তাল দিনে সাহসী পায়রা হয়ে উঠে একজন মুক্তিযোদ্ধা। দেশকে ভালোবেসে হাজারো বীরাঙ্গনার মত বিষণ্ণতা ছড়িয়ে কেঁড়ে নেয় বাবার এক ফোঁটা অশ্রু।

বইটি ক্রয় করতে এখানে Click করুন।