রানা ভাই এখন রিহ্যাবে

প্রকাশকালঃ ২০১৯
প্রকাশনা সংস্থাঃ অনন্যা
প্রকাশকঃ মো. মনিরুল হক

5/5

by নিশাত ইসলাম

রিহ্যাবের চার দেয়ালে বসে ভাবছি, এ খাঁচা ভাঙব আমি কেমন করে? জীবনটা কেন এত এলোমেলো হয়ে গেল? আমি কি এতই খারাপ ছিলাম? বাবা-মা কত আদর করত, সেই আমি কী করে পারলাম এত বদলাতে? মায়ের বুকের গন্ধ এখনও আমার নাকে লেগে আছে। চোখ বন্ধ করলে এখনও মনে হয় বাবার বাহুতে আছি। খেলতে গিয়ে ব্যথা পেলে বড় ভাই দৌড়ে এসে বড় বড় চোখে তাকিয়ে বুঝতে চেষ্টা করত আমার কষ্ট। ছোট্ট বোনটির সাথে খুনসুটি লেগেই থাকত। সেই সুন্দর দিনগুলো কি আমার এ বন্ধ খাঁচার দরজা খুলে দিতে পারবে?

বইটি ক্রয় করতে এখানে Click করুন।