ডুব

প্রকাশকালঃ ২০২২
প্রকাশনা সংস্থাঃ বিশ্ব সাহিত্য ভবন
প্রকাশকঃ মো. তোফাজ্জল হোসেন

5/5

by নিশাত ইসলাম

প্রেমের সাগরে ডুবে ছিল তিয়া। তাই বুঝতে পারেনি কোন পথে চলছে সে। বুঝতে পারেনি ভালোবাসা ওকে কোন দিকে নিয়ে যাচ্ছে। ও শুধু কাছের মানুষটিকে আরও কাছে পাবার জন্য ব্যাকুল হয়ে নিজেকে উজাড় করে দিয়েছে। ভুলে গেছে নিজের সত্তা, পরিব্যক্তি ও অবস্থান।

প্রেমের টানে পিচ্ছিল পথকে ফুলের সৌরভে ভরে দিতে পাগল মেয়েটি নিজের ইচ্ছে, ভালো লাগাকে বিসর্জন দিতে গিয়ে বুঝতে পারল ও ব্যবহার হচ্ছে। প্রেমিক ওকে ভালোবাসা দিচ্ছে যতটুকু তার চেয়ে ঢের বেশি ব্যবহার করছে।

বুকে নিঃশ্বাস নিতে গিয়ে দেখল, ওর মতো অনেক নারীর মুখোচ্ছবি। ভয়ে নিজের মুখ লুকাতে ব্যর্থ চেষ্টা করে বুঝতে পারল এতটা ভালোবেসেছে যে সেখান থেকে ফিরে আসা আর সম্ভব নয়, কি করবে তিয়া…?

বইটি ক্রয় করতে এখানে Click করুন।