নিতু ও তালাবাবা

প্রকাশকালঃ ২০২২
প্রকাশনা সংস্থাঃ অন্বেষা
প্রকাশকঃ শাহাদাৎ হোসেন

5/5

by নিশাত ইসলাম

আসলেই তো নারীরা কেবলই নারী। তারা কি পুরুষের মতো সব করতে পারে? না-কি সমাজ করতে দেয়। ছোট্টবেলা থেকেই একজন মেয়ে শিশু ঘরের মধ্যে বড় হয়। সেখানে একজন ছেলে পৃথিবীর সবকিছু দেখার সুযোগ পায়। মেয়েরা কখনও বাবার বাড়ি, কখনও ভাইয়ের বাড়ি, কখনও স্বামীর বাড়ি, কখনও বা ছেলের বাড়ি থাকেন, নিজের বাড়ি হয় না কখনও। নারীর যেন নিজের পরিচয়ই নেই। একজন বিবাহিত পুরুষকে স্ত্রীর নাম লেখা ব্যধতামূলক না হলে একজন নারীকে সব জায়গায় তা ব্যবহার করতে হয়।

আসলে সৃষ্টির শুরু থেকেই এই বৈষম্যেও শুরু হয়েছে। ইসলাম ধর্মে পুরুষের একাধিক বিয়ের অনুমতি দিলেও নারীকে তা তেকে বঞ্চিত করা হয়েছে। মৃত্যুর পর পুর্ণ্যকর্মের জন্য পুরুষকে সুন্দরী হুর দেওয়া প্রতিশ্রুতি করলেও নারীর ব্যাপারে কিছু উল্লেখ করা নেই।

বইটি ক্রয় করতে এখানে Click করুন।