মনে পড়ে তোমাকে
প্রকাশকালঃ ২০২১
প্রকাশনা সংস্থাঃ অনন্যা
প্রকাশকঃ মো. মনিরুল হক
5/5
by নিশাত ইসলাম
জানি ভুলে গেছো হয়তো সব। তবুও কেন জানি আমার মনে হয় তুমি ভুলে যাওনি। হয়তো আমার মানতে ইচ্ছে করে না বা মানতে আমি প্রস্তুত নই। তুমি আমাকে ভুলে গেছো সেটা মানতে আমার এত অসুবিধা কেন? ভাবছো নিজেকে এমন প্রশ্ন করি? করেছি, করেছি হাজারবার। কিন্তু কৌশলে এটা আমি এড়িয়ে যেতে চেয়েছি ততবার, যতবার প্রশ্নটা করেছি। তোমাকে হারিয়েছি সেটা যে এখনও মানতে পারিনি। আমি মানতে পারিনি তুমি অন্য কারও হয়েছো। আমি এ বিশ্বাস করে বেঁচে আছি, যা কিছু তোমার আমার দূরত্ব বাড়াচ্ছে, তা নিছক একটি স্বপ্ন।
ভোরবেলার স্বপ্ন, যা কখনও সত্য হয়। সুরভি এ স্বপ্নটা তুমিও কি দেখ? জানি দেখ না। দেখলে হয়তো তোমার আর আমার মাঝে পাহাড় আর সাগরের সমান দূরত্ব বাড়ত না। তবুও আমি যে অপেক্ষায় আছি। কোনো একদিন আমার মতো ঘুমিয়ে পড়বে। আমার মতো সকাল স্বপ্ন দেখে ভাববে- যা ঘটেছে সবই স্বপ্ন। শুধু তুমি আর আমি সত্য। আমাদের ভালোবাসার চেয়ে আর কোনো বড় সত্য পৃথিবীতে নেই।
ভোরবেলার স্বপ্ন, যা কখনও সত্য হয়। সুরভি এ স্বপ্নটা তুমিও কি দেখ? জানি দেখ না। দেখলে হয়তো তোমার আর আমার মাঝে পাহাড় আর সাগরের সমান দূরত্ব বাড়ত না। তবুও আমি যে অপেক্ষায় আছি। কোনো একদিন আমার মতো ঘুমিয়ে পড়বে। আমার মতো সকাল স্বপ্ন দেখে ভাববে- যা ঘটেছে সবই স্বপ্ন। শুধু তুমি আর আমি সত্য। আমাদের ভালোবাসার চেয়ে আর কোনো বড় সত্য পৃথিবীতে নেই।
বইটি ক্রয় করতে এখানে Click করুন।