যদি ভালোবাসো

প্রকাশকালঃ ২০২২
প্রকাশনা সংস্থাঃ শিখা প্রকাশনি
প্রকাশকঃ কাজী নাফিজ

5/5

by নিশাত ইসলাম

ভালোবাসার নিভৃত গহিন আকাশ থেকে মণিমুক্তো আহরণের অনুভূতি বাঙময় হয়ে ওঠে নিশাত ইসলামের কবিতায়। সরল, নিরাভরন, মেদ ও বাহুল বর্জিত পঙ্কতিমালার বুনন খুব সহজেই উপলব্ধ হয়। মনের আকুতি, আনন্দ-বিষাদ সু-নিরলচিরল সংবেদন তিনি শব্দ শরীরে ফুটিয়ে তোলেন। এই ছবি, এই গান একেবারে অচেনা নয়। ভালোবাসায় আপ্লুত নির্মল আবেগ সন্ধ্যাকাশের আবির ছন্দিত দোলায়িত হয়ে প্রাণচঞ্চল্য পায় তার কবিতায়।  

শুধু ভালোবাসার প্রগাঢ় উচ্চারণই এই কবিতাগ্রন্থে প্রাধান্য পায়নি। মা জননীর জন্য কবির আর্তি-বেদনা যেমন আছে, তেমনি রয়েছে যুদ্ধবিধ্বস্ত নগরের ছবি- যেখানে আমরা দেখতে পাই গোলাবারুদ, পিচ্ছিল পথ, নিঃসঙ্গতার কুন্তলী পাকানো ধূম্রজাল। সেখানে কবিকে পথ হারিয়ে ফেরারী হয়ে যেতে হয়। এই কাব্যগ্রন্থের মূল সুর ভালোবাসার অম্লমধুর অভিজ্ঞতা-আবেগ, স্বপ্ন-কল্পনা, নিবেদনের উচ্ছ্বাসিত সরল বর্ণনা। কোনো কোনো কবিতায় আছে সমাজচিন্তনেয়ও ঝিলিক, রয়েছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা, চিত্রশিল্পী, কবি-ছড়াকার, হতদরিদ্র কৃষক মাছধরা জেলে, ভাষাসৈনিকের প্রসঙ্গ। অকপট সারল্যে কবি তার হৃদয়প্রদেশ মেলে ধরেছেন, যেখানে ভালোবাসাকাতর নরম ভেজা এক মনের অলিন্দ দৃশ্যমান হয়ে ওঠে। এই সহজতাই সম্ভবত এ গ্রন্থের প্রধান সম্পদ ও বৈশিষ্ট্য।

কবি হাসান হাফিজ   

বইটি ক্রয় করতে এখানে Click করুন।