নিতু ও বোমা মফিজ

প্রকাশকালঃ ২০১৯
প্রকাশনা সংস্থাঃ অন্বেষা
প্রকাশকঃ শাহাদাৎ হোসেন

5/5

by নিশাত ইসলাম

বাবা আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বললেন, তুই কি আন্ডার ওয়ার্ল্ডে নাম লিখিয়েছিস? বোমা মফিজের সাথে তোর কি সম্পর্ক? আমি বললাম, বোমা মফিজকে তো চিনি না। বাবা আরও রেগে বললেন, এই মাত্র তোকে পৌঁছে দিয়ে গেল। আমি গম্ভীর গলায় বললাম, ও তো মফিজ। মফিজ্জা একটা। আমি নিতু। আপনার চারপাশে ঘোরাফেরা করা একটি সাধারণ মেয়ে। অন্যদের মতো আমিও অপরাধকে ঘৃণা করি, কিন্তু অপরাধীর প্রতি আগ্রহ প্রবল। আমি চেষ্টা করতে চাই অপরাধের ভিতরে বন্দী থাকা সত্যিকারের মানুষটিকে বদলে দিতে।

বইটি ক্রয় করতে এখানে Click করুন।